বলিউড কিং শাহরুখ খান ইদানীং আগাগোড়া মজে আছেন রোম্যান্সে! তাঁকে সেই সুযোগ করে দিয়েছেন পরিচালক রোহিত শেঠি। আর এই সুযোগে টুইটারে রোম্যান্টিক গান লিখলেন শাহরুখ।
টুইটারে শাহরুখ লিখেছেন, “আমার সকালও তুমি, সন্ধ্যাও! তুমিই আমার ব্যথা, তুমিই আরাম!”
আর, তার ঠিক পরেই বলিউডের বাদশা লিখেছেন, “এটা দিলওয়ালের নতুন গান। খুব তাড়াতাড়িই আপনাদের গানটা উপহার দিচ্ছি!”
তা হলে টুইটারে ভক্তদের জন্যই গানের কথাগুলো লিখলেন শাহরুখ? ব্যাপারটা নিছকই ছবির প্রচার, তার বাইরে আর কিছুই নয়?
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৫/মাহবুব