সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন সম্মতি না দিলে নাকি বিয়েই করবেন না বলিউড সুপারস্টার রণবীর কাপুর! এমনটাই দাবি করেছেন খোদ অভিনেত্রী দীপিকাই।
আপাতত ‘তামাশা’র প্রচারে ব্যস্ত রণবীর-দীপিকা জুটি। সেখানেই ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে রণবীরকে প্রশ্ন করা হয়। রণবীরের কাছে জানতে চাওয়া হয়, বিয়ে করছেন কবে? রণবীর কিছু বলার আগেই দীপিকা বলেন, ‘‘আমার অনুমতি ছাড়া বিয়েই করবেন না রণবীর।’’
দীপিকার এই উত্তর শুনে নিজস্ব ভঙ্গিতে পরিস্থিতি সামলে নেন রণবীর। মুচকি হেসে তিনি জানান, ‘‘আমি বিয়েতে বিশ্বাসী। এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এখনই বিয়ের কোন পরিকল্পনা নেই। যখন বিয়ে করব গোটা পৃথিবীকেই জানাব আমি।’’
‘তামাশা’ ছবির প্রচারে গতকাল রবিবার ট্রেনে চড়ে মুম্বাই থেকে দিল্লি গিয়েছেন রণবীর-দীপিকা। সঙ্গে ছিলেন পরিচালক ইমতিয়াজ আলিও। ‘তামাশা’র শুটিংয়েই দীপিকা-রণবীরের অফস্ক্রিন প্রেমের গুঞ্জন ফের শোনা গিয়েছিল বলিউডে। দীপিকার এই মন্তব্যে সে জল্পনাই আরও জোরালো হল বলে মনে করছেন বলিউড মহলের একাংশ।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৫/মাহবুব