চলতি বছর এখন পর্যন্ত ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। এদের মধ্যে আছেন সুরেশ রায়না, হরভাজন সিং ও দীনেশ কার্তিক। আর আগামী মাসের ১৩ তারিখে বিয়ে করছেন আরেক ক্রিকেটার রোহিত শর্মা। দীর্ঘদিনের বাগদত্তা রিতিকা সাজদেহকে বিয়ে করতে যাচ্ছেন। এছাড়া আরেক ক্রিকেটার যুবরাজ সিং সম্প্রতি ব্রিটিশ বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী হেজেল কিচের সঙ্গে আংটি বদল করেছেন। শিগগিরই তারাও বিয়ে করতে যাচ্ছেন। সে হিসাবে এককথায় চলতি বছরটাকে ভারতীয় ক্রিকেটারদের বিয়ের বছরই বলা যায়। ভারতীয় ক্রিকেটে পড়া বিয়ের এ ধুম থেকে কেনই বা বাদ পড়বেন অভিনেত্রী থেকে ক্রিকেট উদ্যোক্তা বনে যাওয়া প্রীতি জিনতা! নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতেই নাকি আমেরিকান বন্ধু জিনি গুডনফের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন কিংস একাদশ পাঞ্জাবের মালিক প্রীতি। মুম্বাই মিরর ডট তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
প্রীতি জিনতা অবশ্য কখন বিয়ে করছেন তা বরাবরই এড়িয়ে যাচ্ছেন। তবে সম্প্রতি তার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে প্রীতির। সেখানেই ঘরোয়া পরিবেশে নিতান্ত ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বয়ফ্রেন্ড জিনি গুডনফকে বিয়ে করবেন তিনি। সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে প্রেমের বিচ্ছেদ ঘটার পর থেকেই জিনির সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন প্রীতি। এ বিচ্ছেদ পরবর্তী কঠিন সময়ে সবসময় প্রীতির পাশেই ছিলেন জিনি।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৫/শরীফ