ভারতের কোচি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা মুভি নির্বাচিত হয়েছে 'নির্বাসিত'। মুক্তির আগেই সংবাদ শিরোনামে ছিল চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পরিচালিত এই মুভিটি। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি সদ্যসমাপ্ত ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও স্থান পায় মুভিটি।
লেখক তসলিমা নাসরিন ও তার সাদা বেড়াল মিনুকে নিয়ে তৈরি ছবির আড়ালে লেখকের 'নির্বাসিত' জীবনকেই তুলে ধরেছেন চূর্ণী।
এদিকে, কোচিতে সেরা মুভির পুরস্কার জেতায় উচ্ছ্বসিত চূর্ণী। তিনি জানান, 'ফিল্ম ফেস্টিভ্যালের দিন কয়েক আগে জানতে পারি, এটি প্যানোরামা বিভাগে রাখা হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্টদের বিচারে সেরা হওয়ার একটা আলাদা সম্মান আছে। আমি রোমাঞ্চিত। এটা সত্যিই বড় সারপ্রাইজ।' সূত্র: আনন্দবাজার
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৫/শরীফ