বিয়ে বিষয়ক সাময়িকীর জন্য নগ্ন ছবি তুলে আলোচনার কেন্দুবিন্দুতে পরিণত হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী এবং উপস্থাপিকা শ্রুতি মেনন। ছবিগুলো আবার তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
ছবিগুলোতে গহনা পরিহিতা এক কনেকে দেখা যায় নানা ভঙ্গিতে। কনেটি শ্রুতি মেনন। তবে গহনা তার শোভা বাড়ালেও শরীরের উর্ধ্বাঙ্গ ছিল অনাবৃত। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেই শুরু হয় সমালোচনার ঝড়।
অনলাইনে বার বার শ্রুতিকে প্রশ্ন করা হয়, 'রক্ষণশীল ভারতে' কেন তিনি এভাবে ছবি তুললেন।'
তবে এসব সমালোচনাকে আমলেই নেননি শ্রুতি। ইন্ডিয়া টাইমসকে তিনি বলেন, ''সাময়িকী এবং আলোকচিত্রীদের বিয়ের দিনে এক কনের গহনা পরার এই ছবিগুলো তোলার ব্যাপারে স্পষ্ট ধারণা ছিল। আমার ধারণাটি পছন্দ হয়েছিল এবং চূড়ান্ত ছবিগুলো খুবই ভালো লেগেছে''।
শ্রুতি আরো বলেন, ''আমি আত্মবিশ্বাসী ছিলাম, যে আমার ছবিগুলোকে স্বাগত জানানো হবে এবং সঠিকভাবে গ্রহন করা হবে...যদি আরো অভিনেত্রীরা এগিয়ে আসেন এবং এ ধরণের সুন্দর ছবি তোলায় অংশ নেন, দর্শকেরও এগুলো ভালো লাগবে। হ্যাঁ, আমি নেতিবাচক মন্তব্য পাচ্ছি যে কিভাবে আমি আমার খোলা পিঠ দেখালাম, কিন্তু মূলত প্রশংসাই পাচ্ছি।"
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/এস আহমেদ