বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার ঢাকা ঘুরে গেলেন বলিউড তারকা ঋত্বিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ। এবার ঢাকায় এলেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়।
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় 'ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা' শিরোনামের কনসার্টে গাইবেন অনুপম। এ উপলক্ষে রবিবার সকালে ঢাকায় এসেছেন এ শিল্পী। দুপুরে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। অনুপমের সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের পারভেজ ও ন্যান্সি।
কনসার্টের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। www.ticketchai.com এই ঠিকানায়।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত অটোগ্রাফ চলচ্চিত্রের 'আমাকে আমার মত থাকতে দাও' গানের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন অনুপম রায়। এরপর '২২শে শ্রাবণ', 'হেমলক সোসাইটি', 'চতুষ্কোণ' সিনেমাগুলোতে গাওয়া অনুপমের গানগুলো দারুণ জনপ্রিয়তা পায়।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/এস আহমেদ