সঞ্জয় লীলা বানশালি পরিচালিত 'বাজিরাও মাস্তানি' মুভিতে অভিনেতা রণবীর সিংয়ের প্রথম স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অথচ মুভিতে অভিনয়ের প্রস্তাব এলে তিনি নাকি প্রথম দিকে তা প্রত্যাখান করে দিয়েছিলেন। আসলে মুভিটিতে অভিনয় করতে প্রিয়াঙ্কার নাকি কোনো আগ্রহ-ই ছিল না। এ কথা ফাঁস হয়েছেন পর্দার স্বামী ও সহঅভিনেতা রণবীর। গতকাল সন্ধ্যায় মুভিটির ট্রেলার প্রকাশ উপলক্ষ্যে মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন 'বাজিরাও' রণবীর। খবর পিটিআই'র
মুক্তির অপেক্ষায় থাকা এই মুভিতে পেশোয়া বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তার প্রথম স্ত্রী কাশিবাইয়ের চরিত্রে আছেন প্রিয়াঙ্কা। আর মাস্তানির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। আগামী মাসের ১৮ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে 'বাজিরাও মাস্তানি'।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে রণবীর সিং বলেন, 'সে [প্রিয়াঙ্কা] মুভিতে অভিনয় করতে চায়নি। বলেছিল যে সে মুভিতে কাজ করতে চায় না....। সে বলেছিল যে তোমরা সবাই পাগল। সঞ্জয় লীলা বানসালির সঙ্গে তোমরা দ্বিতীয় মুভি করতে যাচ্ছ। তবে সে খুব দ্রুত-ই বুঝতে পারে ও মুভিতে অভিনয়ের ব্যাপারে সম্মত হয়।'
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/শরীফ