পর্দায় তাঁকে যে রূপেই দেখা যাক না কেন, বাস্তব জীবনে একেবারেই ভিন্ন ধাচের মানুষ বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। লিভ-ইন রিলেশনশিপে একেবারেই নারাজ এ নায়িকা। কারণ এক্ষেত্রে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ভয়াবহ। বর্তমানে ব্যক্তিগত জীবনে আদ্যন্ত 'ট্র্যাডিশনাল' কঙ্গনা রানাওয়াত৷ সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি৷
গ্যাংস্টার সহ একাধিক ছবিতে কঙ্গনাকে পরকীয়ার পাশাপাশি উচ্ছৃঙ্খল চরিত্রে দেখা গেছে। 'কাট্টি বাট্টি' ছবিতে তাঁকে দেখা গেছে লিভ-ইন সম্পর্কে থাকতে৷ কিন্তু ব্যক্তিগতভাবে কঙ্গনা নিজে কতটা এমন? একেবারেই নন৷ তাঁর মতে, যদি কারও সঙ্গে সম্পর্ক দীর্ঘস্থায়ী করার ইচ্ছে থাকে, তাহলে বিয়ে করে নেবেন৷
'কুইন'-এর পর কঙ্গনা বলিউডের প্রথম সারির নায়িকাই শুধু নন, ইউথ আইকনও৷ নতুন প্রজন্ম যখন অনেক কিছুই নতুন করে ভাবছে, সম্পর্কের বিষয় নিয়ে কাটাছেঁড়া করছে, কঙ্গনা কিন্ত্ত তখন ১৮০ ডিগ্রি উল্টো দিকে৷ 'আমি একটু ওল্ড স্কুল৷ এখন যা নতুন প্রজন্মদেরই মধ্যে খুব জনপ্রিয়, তার অনেকগুলোই কিন্তু আমার জন্য নয়৷ লিভ-ইনও সেই তালিকায় পড়বে', বলেছেন তিনি৷
তবে বলিউডে কেরিয়ার বানাতে আসার পর কঙ্গনা এক অভিনেতার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন বলে একসময় বেশ জলঘোলা হয়েছিল। না করেননি কঙ্গনা। কারও নাম না করে অকপটে স্বীকার করেন, কেরিয়ার শুরু গোড়ায় তিনি লিভ-ইন সম্পর্কে ছিলেন৷ এবং তাঁর অভিজ্ঞতা ভয়াবহ৷ বলিউড কুইন বলেন, ''আমার জন্য পরের লেভেলটা কখনওই লিভ-ইন নয়৷ পরের লেভেল অবশ্যই বিয়ে৷ আমি নিজের আঙুল পুড়িয়ে ফেলেছিলাম৷ তাই আর নয়৷ অনেক হয়েছে''।
সেই কারণে এই প্রজন্মের মেয়েদের জন্য পরামর্শও দিয়েছেন তিনি৷ বলেন, ''কমবয়সী মেয়েদের আমি সাবধান করব৷ কোনও মানুষকে চেনার জন্য সময় নাও৷ তাড়াহুড়ো করো না৷ তাড়াহুড়ো করলে পরে সমস্যায় পড়ার আশঙ্কা থেকেই যায়৷ যা তোমার অনেকটা সময় নষ্ট করে দেবে''। এমনকী তিনি বলছেন, জীবনে কোনও মানুষকে নির্বাচন করার আগে বাবা-মায়ের সঙ্গেও আলোচনা করে নিলে ভালো৷ মানুষকে ভালো করে জানার পর, তাঁর অতীত জানার পর, তাঁর পরিকল্পনা, কী কাজ করেন--- সে সব জানার পর তবেই সম্পর্কের দিকে যাওয়া উচিত৷
সূত্র: এইসময়
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/এস আহমেদ