তাদের প্রেমের বিষয়টি আর গুঞ্জনে বন্দি নেই। প্রায় বছর খানেক হয়ে গেল একই বাড়িতে এক সঙ্গে থাকছেন ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপূর! অবশ্য বিয়েটা তাদের এখনও হয়নি, তবে এটাকে তারা এত গুরুত্বও বোধহয় দিচ্ছেন না। আগে একটু বোঝাপড়া তো হোক! তারপর দিনক্ষণ দেখে না হয় সাতপাক ঘোরা যাবে! যদিও রণবীরের মা নিতু কাপূরের কিন্তু দীপিকাকেই বেশি পছন্দ। তবে ঋষি কাপূর কিন্তু ক্যাটের পক্ষেই। সম্প্রতি এক অনুষ্ঠানে শোনা গেল, ঋষি কাপূরকে 'বাবা' বলে ডাকছেন ক্যাটরিনা কাইফ!
এক বার যেমন রণবীরের মা নীতু কপূর মন্তব্য করেছিলেন, ক্যাটরিনার চেয়ে দীপিকাকেই ছেলের বউ হিসেবে বেশি পছন্দ তাঁর! তখন বেশ আলোচনা উঠেছিল এ নিয়ে। প্রশ্ন উঠেছিল- রণবীর আসলে কাকে চায়? তবে ক্যাটের সঙ্গে এক ফ্লাটে ওঠার পর সেই প্রশ্ন অবাঞ্চিত হয়ে পড়ে। নিতুও চুপটি মেরে যান।
এ তো গেল নিতুর কথা। কিন্তু ঋষির পছন্দ কে? সেটা নিয়ে কিছু না বললেও দেখা যাচ্ছে, ক্যাটরিনাকে যথেষ্ট প্রশ্রয় দেন তিনি! হালফিলের এক বলিউড পার্টিতেই চোখে পড়ল সেটা! সেই পার্টিতে প্রথমে পৌঁছেছিলেন ক্যাটরিনা আর রণবীর! তার পরে ঢুকলেন ঋষি!
ঋষিকে দেখা মাত্রই এক দৌড়ে তাঁর কাছে চলে যান ক্যাটরিনা। জড়িয়ে ধরেন আলতো করেন চুমু খান তাঁর গালে! তার পর জানতে চান, ''বাবা, তুমি কেমন আছ?''
তাহলে কি এর পরের ধাপেই বিয়েটা নিয়ে মুখ খুলবেন ক্যাটরিনা-রণবীর? আপাতত অপেক্ষার পালা! সে খবরও পাওয়া যাবে সময় এলেই!
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/এস আহমেদ