রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম হাজারো ভক্তকে নাচালেন বলিউড তারকা হৃতিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে শুক্রবার ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এ দুই তারকা। রাতে বিপিএল'র উদ্বোধনী অনুষ্ঠানে একের পর এক জনপ্রিয় গানের সঙ্গে নেচে দর্শকের হৃদস্পন্দন বাড়িয়ে তোলেন হৃতিক-জ্যাকুলিন।
শুক্রবার বিকেলেই শুরু হয় বিপিএল'র উদ্বোধনী অনুষ্ঠান। দেশি-বিদেশি শিল্পীদের গান আর নাচে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। প্রথমেই মনোজ্ঞ নৃত্য নিয়ে মঞ্চে আসেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। এরপরই মঞ্চে উঠে আসেন আইয়ুব বাচ্চু। সন্ধ্যা ৫ টা ৪০ মিনিট থেকে ৬ টা ২০ পর্যন্ত মঞ্চ মাতান আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি।
এলআরবির পর স্টেজে আসেন ব্যান্ডদল চিরকুট। ৩০ মিনিট পারফর্ম করেন তারা। সন্ধ্যা ৭টা ১ মিনিটে মঞ্চে আসেন শিল্পী মমতাজ। স্টেজ মাতিয়ে রাখেন এক ঘণ্টা। মমতাজের বিদায়ের পর বিপিএল'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময়ে আতশবাজির আলোয় আলোকিত হয় মিরপুরের আকাশ।
আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর বিদেশি তারকাদের পারফম্যান্স শুরু হয়। প্রথমেই মঞ্চে আসেন জয়প্রিয় শিল্পী কেকে। ৮ টা ১০ মিনিটে কেকে মঞ্চে আসার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস বেড়ে যায় দর্শকদের। একের পর এক জনপ্রিয় গানে ঘন্টাব্যাপী দর্শকদের মাতিয়ে রাখেন কেকে।
এরপর দর্শকদের প্রতীক্ষার প্রহর কাটিয়ে মঞ্চে আসেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে বেশি সময় মঞ্চে থাকেননি এ নায়িকা। চিটিয়া কালাইয়া..., পেয়ার না মিলে মারযাওয়া... সহ কয়েকটি জনপ্রিয় গানের প্রথমাংশে পারফর্ম করে ফের বাংলাদেশে আসার ইচ্ছা ব্যক্ত করে মঞ্চ ছাড়েন ফার্নান্দেজ।
এরপর আসেন হৃতিক রোশন। কৃশ খ্যাত নায়ক মঞ্চে উঠলেই পুরো স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে। তবে এবারও উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫ মিনিটের মতো দর্শকদের মাতিয়ে রাখেন হৃতিক। এরপর বিপিএল ও বাংলাদেশের মানুষের শুভকামনা করে মঞ্চ ছাড়েন কৃশ। যাওয়ার আগে নায়ক মঞ্চ ছেড়ে দর্শকের মাঝে নাচার প্রত্যাশা ব্যক্ত করেন।
মঞ্চ ছাড়ার আগে বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ জানিয়ে হৃতিক রোশন বলেন, 'কেমন আছো? ভালো তো? বাংলাদেশের সুন্দর মানুষগুলোকে ধন্যবাদ, ধন্যবাদ, ও ধন্যবাদ। আজকে এখানে জাদু ছড়িয়ে গেছে। আপনারা কি এটা অনুভব করতে পারছেন? এটা ঢাকা ও বাংলাদেশের জাদু। আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন, তাতেই আমি অনুপ্রাণিত হই। আপনাদের শক্তির কারণেই আমি আজ এখানে। আজকে যে ভালোবাসা নিয়ে যাচ্ছি তা আমি ওখানে ছড়িয়ে দিব।'
পুনরায় বাংলাদেশে আসার প্রত্যয় ব্যক্ত করেন হৃতিক রোশন। এদিকে বাংলাদেশে এসে সাধারণ মানুষের সঙ্গে নাচবেন বলে কথা দিয়েছেন তিনি। তবে বাংলাদেশে বলিউডের ছবি মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন তিনি। এ নিয়ে হৃতিক বলেন, ‘হিন্দি ছবি এখানে মুক্তি পায় না কেন? আমি কথা দিচ্ছি হিন্দি ছবি এখানে মুক্তি পেলে আমি মঞ্চে নয় আপনাদের সঙ্গে মিশে পারফর্ম করব।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজধানীতে পা রাখেন হৃতিক-জ্যাকুলিন।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ