পর্দায় ফের রাজ-সিমরান থুড়ি কাজল-শাহরুখের ম্যাজিক ছড়াতে বাকি মাত্র একমাস। কিন্তু বড় পর্দায় আরও একবার মায়াজাল তৈরি করার আগে, মিউজিক ভিডিও-য় তাঁরা ফের প্রমাণ করে দিলেন সাম লভ স্টোরিজ নেভার এন্ড...
মুক্তি পেল কাজল-শাহরুখ অভিনীত বহু প্রতিক্ষীত ছবি দিলওয়ালে-র প্রথম মিউজিক ভিডিও 'রং দে মোহে গেরুয়া' শুধু কাজল-শাহরুখ জুটির কামব্যাক ছবিই নয়, এই গানটিতে জয়জয়কার বাংলারও। কেন? গানটি তৈরি করেছেন যাঁরা তাঁদের নামের তালিকা শুনলেই বুঝতে পারবেন কেন এই কথা বলা। এই ছবির সঙ্গীত পরিচালক প্রীতম, কথা অমিতাভ ভট্টাচার্যের এবং রং দে মোহে গেরুয়া গানটি গেয়েছেন অরিজিত্ সিং এবং অন্তরা মিত্র।
মিউজিক ভিডিও দেখতে ক্লিক করুন
https://www.youtube.com/watch?v=AEIVhBS6baE
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন