অভিনয় থেকে যদি সরে আসেন, তবে কী করবেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা? বিকল্প হিসেবে অবশ্য এই অভিনেত্রীর পছন্দ গান গাওয়া! ‘ইশকোহলিক’ নামে একটা গান গেয়ে ফেলে এবার কি সেই দিকেই ইঙ্গিত করছেন নায়িকা?
সোনাক্ষী অবশ্য বরাবর বলে থাকেন, গান গাওয়াটাই নাকি তাঁর প্রথম পছন্দ। তিনি নাকি গানটাকেই বেছে নিতে চেয়েছিলেন ক্যারিয়ার হিসেবে! তারপর সালমান খানের জন্য উল্টোপাল্টা হয়ে গেল তাঁর জীবন! সালমানের হাত ধরে বলিউডের দাবাং ছবিতে অভিষেক হয় তার। ব্যাস, গান গাওয়ার ইচ্ছেতেও দাঁড়ি পড়ে গেল তখন। তারপর থেকে লাইন দিয়ে হাতে আসতে লাগল একের পর এক ছবি। সোনাক্ষীও ব্যস্ত হয়ে পড়লেন নায়িকা তকমা নিয়ে!
তাই বলে গানটাকে একেবারে দূরে সরিয়ে দেননি নায়িকা। মাঝে মাঝেই এক কলি বা দু’ কলি গান গেয়েছেন নানান ছবিতে। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও উপস্থিত সবাই শুনেছেন সোনাক্ষীর গান। এবার, বলিউডে একটা গান গাইলেন নিজেই!
সুযোগটা করে দিয়েছেন টি-সিরিজের প্রযোজক ভূষণ কুমার। মিট ব্রাদার্সের সুরে সোনাক্ষী সম্প্রতি রেকর্ড করলেন ‘ইশকোহলিক’ নামের একটা গান। এরপর শুটিং শুরু হবে গানটার ভিডিওর! তারপর? প্রিয়ঙ্কা চোপড়ার মতো গানটাকেও সঙ্গে নিয়ে চলবেন সোনাক্ষী? নাকি পুরো সময় দেবেন গানেই? তা সময়ই বলে দেবে।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব