খোলামেলা প্রেম করে এবার ফেঁসে গেলেন কলম্বিয়ান পপ তারকা সাকিরা এবং স্পেন ও বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকে। টেলিফোনে তাদের সেক্স টেপ ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছে একটি চক্র।
৩৮ বছরের শাকিরা এবং ফুটবলার জেরার্ড পিকের প্রেমকাব্য সবারই জানা। ঘড়ির কাটা টিকটিক করতে করতে দু'জনের সম্পর্ক পাঁচ বছর পাড়ি দিয়ে ফেলেছে। এ সময় তারা এক ছাদের নিচে যেমন থেকেছেন, তেমনি সমুদ্র সৈকত, বিভিন্ন রিসোর্ট, প্রমোদ তরীতে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন অহরহ। তাতে অবশ্য সমস্যা নেই। কিন্তু এ দুই তারকা নিজের অজান্তেই তাদের ঘনিষ্ঠ সময়ে কিছু অপরাধীর ক্যামেরার ফ্রেমে বন্দী হয়ে পড়েছেন। বিপত্তিটা সেখানেই।
তাঁরা নানা সময়ে এখন টেলিফোনে হুমকি দিচ্ছে শাকিরা এবং জেরার্ড পিকেকে। অনেক টাকা দিতে হবে। নাহলেই দু'জনের সেক্স টেপ ফাঁস করে দেওয়া হবে।
মাত্র ক'দিন আগেই ফরাসি ফুটবলার করিম বেঞ্জিমাকে নিয়ে উঠেছিল এমন অভিযোগ। এবার সেক্স টেপের হুমকিতে জড়িয়ে পড়লেন আর এক ফুটবলার পিকেও। সঙ্গে অনেক পুরুষের ঘুম হারাম করা সাকিরা তো রয়েছেই।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ