বিগ বসের ঘর থেকে হাসপাতালে গেল মন্দনা করিমী। ঘরের বাকি সদস্যদের প্রবল আক্রমণের মুখে পড়া এই ইরানি মডেলকে ঘিরে নাটকের অধ্যায়ে যোগ হল হাসপাতাল পর্ব। মানসিক চাপের কারণে মন্দনাকে বিগ বসের গোপন ঘর থেকে বের করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
তবে চ্যানেল কর্তৃপক্ষ এটাকে রুটিন চেকআপ বলে জানিয়েছে। বিগ বসে দেখা গেছে অন্য সদস্যদের চাপের কাছে মাঝে মাঝে ভেঙে পড়ছেন মন্দনা।
এর আগে মন্দনাকে চাপে রাখার জন্য বিগ বস ঘরের তিন সদস্য কিশওর, সুয়াশ ও প্রিন্সকে জেরার সুরে কথা বলেন হোস্ট সালমান খান।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৫/ রশিদা