শুধু অভিনেত্রী হিসেবেই নন, নির্মাতা হিসেবেও সুনাম কুড়িয়েছেন কবরী। তার প্রথম চলচ্চিত্র ছিল 'আয়না'। প্রথম ছবির পর অনেক দিন ধরেই চলচ্চিত্র পরিচালনার পরিকল্পনা করছিলেন তিনি। এবার প্রস্তুত তিনি নতুন ছবি নির্মাণের জন্য। তার দ্বিতীয় ছবির শিরোনাম 'এই তুমি সেই তুমি'। আর এ ছবিতে তিনি নায়ক হিসেবে নিচ্ছেন আরিফিন শুভকে। শুভর বিপরীতে নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। কলকাতা থেকে নায়িকা নেওয়া হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন আলমগীর। পাশাপাশি কবরী নিজেও একটি চরিত্রে অভিনেত্রী হিসেবে থাকবেন। বর্তমানে চলছে ছবির গানের কাজ। এরই মধ্যে একটি গান তৈরির কাজ শুরু হয়েছে। এটি লিখছেন কবির বকুল। সংগীত পরিচালনা করবেন শওকত আলী ইমন।