আরও একবার পিছিয়ে গেল সালমন খানের কৃষ্ণসার হত্যা মামলার রায়ের দিন। ১৭ বছর আগে বিপন্ন প্রজাতির হরিণ হত্যায় তিনি বেআইনি অস্ত্র ব্যবহার করেছিলেন কিনা সেই বিষয়ে বুধবার রায় দেওয়ার কথা ছিল। আগের শুনানিতে দাখিল করা চারটি অভিযোগের ভিত্তিতে এই মামলার ৯ সাক্ষীর পুনরায় জবানবন্দি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আদালত। সে কারণেই আগামী ৩ মার্চ পর্যন্ত মামলার রায় স্থগিত রাখেন বিচারক। অবশ্য বুধবার অসুস্থতার কারণে আদালতে অনুপস্থিত ছিলেন সালমান খান।
এই মামলায় রায়ের সঙ্গে জড়িয়ে আছে বলিউডের ২০০ কোটি টাকার বাণিজ্য। ২০১৭ সাল পর্যন্ত সালমন খান অন্তত ২০০ কোটি টাকার প্রকল্পের সঙ্গে যুক্ত। কাজ চলছে 'বজরঙ্গি ভাইজান' ও 'প্রেম রতন ধন পায়ো' ছবির। প্রথমটিতে সালমান খানের সঙ্গে অভিনয় করবেন কারিনা কাপুর আর দ্বিতীয়টিতে সোনম কাপুর।
১১৯৯৮ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে যোধপুরে 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিং চলাকালীন ৩টি চিঙ্কারা ও একটি কৃষ্ণসার হরিণ শিকার করার সময় বেআইনি অস্ত্র রাখার অপরাধে সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করে স্থানীয় পুলিশ। যদিও সালমান খানের আইনজীবী জানিয়েছেন, লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সালমান লাইসেন্স নবীকরণের আবেদন জানান। অর্থাৎ তিনি বেআইনিভাবে অস্ত্র ব্যবহার করেননি। দোষী সাব্যস্ত হলে ৩ থেকে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে সালমানের। বেআইনি অস্ত্র রাখা ছাড়াও সালমানের বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যার তিনটি মামলাও চলছে। ২০০৬ সালের এপ্রিল মাসে ও ২০০৭ সালের আগস্ট মাসে এই কারণে দু’বার যোধপুর জেলেও ঢুকতে হয়েছে তাকে। এখনও রাজস্থান হাইকোর্টে দু’টি মামলা চলছে।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা