অনেক দিন পর নতুন আঙ্গিকের কিছু গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন আইয়ুব বাচ্চু। ইতিমধ্যে বেশ কয়েকটি গানের রেকর্ডিং শেষ করেছেন তিনি। তবে কোনো সিডিতে নয়, তার অ্যালবামের গানগুলো মুঠোফোনে প্রকাশ করা হবে। অ্যালবামে কতগুলো গান থাকবে তা এখনো নিশ্চিত করা হয়নি। আইয়ুব বাচ্চু বলেন, 'অনেক দিন নতুন কোনো গান করা হয় না। অন্যদিকে আমাদের শ্রোতাদের আবদার করছে নতুন কিছু গান করার। সে কারণেই আবার ব্যস্ত হয়ে উঠেছি নতুন গান নিয়ে।' তিনি আরও বলেন, 'সময়ের সঙ্গে সঙ্গে শ্রোতাদের চাহিদা বদলায়। সে কথাটা মেনেই নতুন আঙ্গিকের গান করছি। সেই সঙ্গে গানগুলোয় নিজস্বতার ছাপটাও রাখা হয়েছে। পাশাপাশি শিগগিরই অ্যালবামটি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারব।' চলতি বছরের শুরুতে মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন আইয়ুব বাচ্চুর পাঁচটি নতুন গান প্রকাশ করে। গানগুলো অনেকের মনে সাড়া জাগাতে সক্ষম হয়। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন করা হচ্ছে বলেও তিনি জানান।