বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিন নায়িকার চরিত্রে একই সঙ্গে অভিনয় করলেন লাক্স তারকা ঈশানা। আশরাফী মিঠুর 'শরতের মেঘ' শীর্ষক নাটকে ঈশানা হৈমন্তী, মালতী ও কুমুর ভূমিকায় অভিনয় করেছেন। ঈশানা বলেন, 'একই নাটকে তিনটি চরিত্রে অভিনয় করা সত্যিই চ্যালেঞ্জিং বিষয়। তার ওপর রবীন্দ্রনাথের সৃষ্ট চরিত্র বলে কথা। প্রতিটি চরিত্রই গভীর মনোযোগ দিয়ে ফুটিয়ে তুলতে হয়েছে। মেকআপ, পোশাক, অভিব্যক্তি, আচরণ- সবকিছুতেই রবীন্দ্রনাথের সময়কালীন ছাপ রাখতে চেষ্টা করেছি।'
নাটকের গল্পে দেখা যাবে, একজন সাধারণ মেয়ে রবিঠাকুরের গল্প পড়ার সময় তার সৃষ্ট নারী চরিত্রগুলোর মধ্যে নিজেকে কল্পনা করতে শুরু করেন। বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পেতে তিনি চরিত্রগুলোর গভীরে প্রবেশ করেন। অনেকটা কল্পনাশ্রয়ে এর প্রেক্ষাপট গড়ে উঠেছে। 'শরতের মেঘ' নাটকে ঈশানার বিপরীতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ।