এখনো নিজের পড়াশোনাটা শেষ না হওয়ায় বেচারি সোনম কাপুর বেশ কষ্টে আছেন। তাই অার অপেক্ষা করতে চান না অনীল তনয়া এই অভিনেত্রী। চলতি বছরের মধ্যেই সাহিত্যে নিজের গ্র্যাজুয়েশন সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন ২৯ বছর বয়সী সোনম। মুম্বাইয়ে লরিল প্যারিস ফেমিনা ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস ২০১৫ অনুষ্ঠানের এক ফাঁকে এ কথা বলেন তিনি। খবর ইন্ডিয়া টুডে'র
'সাওয়ারিয়া' মুভির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন সোনম। বলিউডে আসতে গিয়ে পড়াশোনাটাই শেষ না করতে পারায় এখন বেশ আক্ষেপ হচ্ছে তার। তাই আরো চার বছর অপেক্ষা করেই বলিউডে তার প্রবেশ করা উচিত ছিল বলে এখন অনুভব করছেন তিনি।
সোনম বলেন, 'আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আমি আমার পড়াশোনাটা শেষ করতে পারিনি। তবে এই বছরই আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করতে যাচ্ছি। সাহিত্যে ব্যাচেলর ডিগ্রি নেওয়ার লক্ষ্যে আমি ফরম পূরণ করতে যাচ্ছি। যে ব্যাপারগুলোতে আমার বেশি দুঃখ লাগে এর মধ্যে এটা হচ্ছে একটি।'
বলিউড ফ্যাশনিস্তা ও আত্মস্বীকৃত বইয়ের পোকা সোনম ১২ গ্রেড [ ১২ স্ট্যান্ডার্ড] পর্যন্ত পড়াশোনা করেছেন। এ বিষয়ে সোনম আরো বলেন, '১২ গ্রেডেই আমি পড়াশোনা করা থামিয়ে দেই। তারপর আমি বলিউডে পা রাখি এবং তারকা বনে যাই। আমি আরো চার বছর অপেক্ষা করতে পারতাম।'
উল্লেখ্য, সালমান খান অভিনীত 'প্রেম রতম ধন পায়ো' মুভি নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন সোনম। এই মুভিতে অভিনয় করতে গিয়ে এখন পর্যন্ত দুইবার আহত হয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ