ভারতে ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে বলিউড সুপাস্টার অমিতাভ বচ্চনের বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি ফেডারেল আদালত।
বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার অমিতাভের বিরুদ্ধে এই সমন জারি হয়। ইতিমধ্যেই অমিতাভের হলিউড ম্যানেজারের কাছে ওই সমনের একটি কপি পৌঁছে দিয়েছে আদালত।
নিউইয়র্ক ভিত্তিক শিখ ফর জাস্টিস (এসএফজে) অভিযোগ, ১৯৮৪ সালের নভেম্বরে ‘রক্তের বদলে রক্ত’ স্লোগান দিয়ে শিখ বিরোধী আন্দোলনকে উস্কে দিয়েছিলেন অমিতাভ। এসএফজের দাবি, এতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে।
তবে অমিতাভ বচ্চন অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে, জবাব দেওয়ার জন্য ২১ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। সে হিসেবে ১৭ মার্চের জবাব দিতে হবে অমিতাভ বচ্চনকে।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব