বলিউড সুপারস্টার সালমান খানকে দেখার জন্য ব্যাকুল এমন ভক্তের সংখ্যা বের করা বড় কঠিন। তাই বলে ভক্তরা তাকে দেখার জন্য অনশন করবেন এমন কি তিনি নিজেও কখনো ভেবেছেন। হ্যাঁ এই না ভাবার ঘটনাটি ঘটিয়েছে তার এক ভক্ত। সম্প্রতি সালমানের তেমনই একজন ভক্তের সন্ধান পাওয়া গেছে যে কিনা তার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। তাই সালমানকে একবার দেখার জন্য বসেছেন অনশনে।
ভারতীয় গণমাধ্যমরে খবর, সালমান খান এখন ব্যস্ত তার পরবর্তী প্রেম রতন ধন পায়ো সিনেমার শুটিং নিয়ে। এজন্য গুজরাটের একটি গ্রামে শুটিং করছেন তিনি। সেই গ্রামে সালমানের একজন ভক্ত তাকে এক নজর দেখার আশায় অনশনে বসেছেন। এখন দেখার বিষয় কি হয় বাস্তব ছবির এ কাহিনী। আর প্রিয় তারকার দেখা পান কি ওই সালমান ভক্ত মানুষটি।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব