অবৈধভাবে অস্ত্র রাখা ও ব্যবহারের একটি মামলায় অভিনেতা সালমান খানের বিরুদ্ধে রায় ঘোষণা পিছিয়েছে। যোধপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত আজ এ রায় ঘোষণা করার কথা ছিল। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে। খবর ইন্ডিয়া টুডে'র
১৯৯৮ সালে হিন্দি মুভি 'হাম সাথ সাথ হ্যায়'র শ্যুটিং চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানসহ আরও কয়েকজন বলিউড অভিনেতার বিরুদ্ধে। সে সময় সালমানের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখারও অভিযোগ আনা হয়েছিল।
সালমানের বিরুদ্ধে আনীত অভিযোগে তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে জানানো হয়। এরপরই পুলিশের কাছে সালমানের বিরুদ্ধে সংরক্ষিত কৃষ্ণসার হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগ দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ