দেশে পেট্রলবোমা, ককটেল নিক্ষেপ ও অগি্নসংযোগ করে নিরীহ জনগণকে নির্বিচার হত্যা ও অগি্নদগ্ধের প্রতিবাদে চলচ্চিত্র ঐক্যজোট মানববন্ধন করে। গতকাল বেলা ১১টায় এফডিসির মূল ফটকের সামনে চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, কলাকুশলীর সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোটের নেতা-কর্মীরা এই মানববন্ধনে অংশ নেন। তারা অবিলম্বে এই নৈরাজ্য বন্ধের দাবি জানান। না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ার করা হয়।