রনবীর সিং এবং দীপিকা পাডুকোনের 'রাম-লীলা' রসায়ন ছিল উপভোগ্য। এ জুটি পর্দায় আবার আসছেন। নির্মাতা সেই সঞ্জয়লীলা বানশালী। এ জুটিকে নিয়ে তিনি এবার নির্মাণ করছেন 'বাজিরাও মাস্তানি'। এ ছবিতে আগের থেকেও বেশি প্রেমের রসায়ন ফুটিয়ে তোলা হচ্ছে। আর রাত-দিন আবেগঘন দৃশ্যে অভিনয় করছেন তারা। তাই অপেক্ষা মুক্তির।