তরুণ নির্মাতা মুহম্মদ মোস্তফা কামাল রাজ এবার শুরু করছেন চতুর্থ মিশন। 'প্রজাপতি', 'ছায়া-ছবি' ও 'তারকাঁটা'র পর এবার তিনি নির্মাণ করছেন 'সম্রাট'। এটি অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবি। চলতি বছরের মে মাস থেকে ছবির শুটিং শুরু হবে। ছবিটির ট্যাগলাইন রাখা হয়েছে 'কিং ইজ হিয়ার'। এটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া। সহ-প্রযোজনায় অর্কি প্রোডাকশন ও সিনেমাওয়ালা।
'সম্রাট'-এর গল্প অপরাধজগতের এক সম্রাটকে ঘিরে। তাকে হারাতে পারে না কেউ। তাই ছবির নাম রাখা হয়েছে 'সম্রাট'। এর গল্প আর চিত্রনাট্যও তৈরি করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিজেই। এতে নাম ভূমিকায় কে অভিনয় করবেন জানতে চাইলে তিনি বলেন, 'এখন অভিনয় শিল্পী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। শিগগিরই মহরতের মাধ্যমে তাদের নাম ঘোষণা করব।' সম্রাট প্রসঙ্গে রাজ বলেন, 'ঢাকাই ছবির হিসাব-নিকাশ উল্টে যাবে এবার। একেবারেই নতুন ঢঙে আসছি সম্রাট নিয়ে। এখন পাণ্ডুলিপির শেষ মুহূর্তের কারেকশন চলছে।'