নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। তিনি অভিনয় করছেন 'সম্পূর্ণ রঙিন' শিরোনামের একটি ছবিতে। এ ছবিতে মিমকে দেখা যাবে একেবারেই নতুন রূপে। গল্পে তিনি চলচ্চিত্রের এক্সট্রা ডান্সার। তার সঙ্গে প্রেম হয় একটি সিনেমা হলের টিকেট ব্ল্যাকার। এ চরিত্রে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন। প্রথমবারের মতো এ দু'জন বড়পর্দায় জুটি হচ্ছেন। আর চলচ্চিত্র নির্মাণ করছেন দেবাশীষ বিশ্বাস।
নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে মিম বলেন, 'ছবির গল্পটি খুব ভালো লেগেছে। আমার বিপরীতে আছেন মিলন ভাই। সবমিলিয়ে ভালো একটি ছবি হতে যাচ্ছে বলেই আশা করছি। আমি শতভাগ মনোযোগী এখন ছবিটি নিয়ে।' মিম যতই আশাবাদী হোন না কেন, ছবিটি নির্মাণ করছেন নকল ছবি নির্মাতা হিসেবে খ্যাত দেবাশীষ। আর দেবাশীষের ছবি মানেই 'নকল ছবি'- এ ধারণা চলচ্চিত্রপাড়ায় প্রতিষ্ঠিত। তাই এ ছবিটির মাধ্যমে মিমের নতুন কোনো অবস্থান তৈরি হবে না বলেই মনে করেন চলচ্চিত্রকর্মীরা।