সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত গত বছরের 'কিক' মুভিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। ফলে বক্স অফিসে ব্যবসায়িকভাবে বেশ সফলও ছিল মুভিটি। এ সফলতায় ইতোমধ্যে 'ডেভিল' নামে 'কিক'র সিক্যুয়াল নির্মাণেরও ঘোষণা দিয়েছেন নির্মাতারা। 'কিক' মুভিতে অভিনয় এবং মুভিটির ব্যাপক সাফল্যের পর থেকেই বলিউডে অনেকটা উড়ন্ত ভাবে আছেন জ্যাকুলিন। অর্জুন রামপাল ও রণবীর কাপুরের বিপরীতে জ্যাকুলিনের সম্প্রতি মুক্তি পাওয়া 'রয়' মুভিটিও ভালো ব্যবসা করছে। তবে নতুন খবর হলো খ্যাতিমান নির্মাতা করণ জোহর নাকি তার পরবর্তী 'শুদ্ধি' মুভিতে সালমানের বিপরীতে জ্যাকুলিনকে নিতে আগ্রহী। শুধু তাই নয়, করণ নাকি জ্যাকুলিনের সঙ্গে এ নিয়ে কথাও সেরেছেন। আর জ্যাকুলিন নাকি মুভিটির জন্য সময় বের করছেন। 'অ্যাবসালুট ইন্ডিয়া' নামে একটি স্থানীয় শোবিজ মিডিয়ায় প্রকাশিত এক খবরে একথা জানানো হয়েছে। খবর ইন্ডিয়া টুডে'র
খবরে বলা হয়, সবকিছু ঠিকঠাক থাকলে সালমানের বিপরীতে 'শুদ্ধি'তে জ্যাকুলিনকেই দেখতে পাবে দর্শকরা। একটি সূত্রকে উদ্ধৃত করে তাদের খবরে আরো বলা হয়, 'জ্যাকুলিনকে মুভিটিতে চুক্তিবদ্ধ করার ব্যাপারে আগ্রহী মনে হচ্ছে করণকে; প্রকৃতপক্ষে সম্প্রতি একটি পার্টিতে এ দু'জন প্রজেক্টটি নিয়ে এমনকি অালোচনাও করেছেন। জ্যাকুলিন এখন মুভিটিতে অভিনয়ের জন্য তার সময় বের করছেন।'
'শুদ্ধি' মুভিটি ২০১৬ সালে দিওয়ালীতে মুক্তি দেওয়া হবে বলে করণ জোহর ইতোমধ্যে এক টু্ইটার বার্তায় জানিয়েছেন। এতে বর্তমানে কারাবাসে থাকা সঞ্জয় দ্ত্তও অভিনয় করবেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ