সম্প্রতি আপনার একটি নতুন মিউজিক ভিডিও প্রকাশিত হলো। এ বিষয়ে কিছু বলুন?
আমার যে মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে তার শিরোনাম 'আর তোমাকে'। এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে অনেক সাড়া পাচ্ছি। আমি চেষ্টা করেছি গানের কথার সঙ্গে মিল রেখে একটি সুন্দর মিউজিক ভিডিও তৈরি করতে। মজার বিষয় হচ্ছে, এটি কোনো টেলিভিশন চ্যানেল নয়, এটি প্রকাশ হয়েছে অনলাইন টিভি 'পপকর্ন লাইভ'-এ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রম্য খান।
মিউজিক ভিডিওটি অনলাইন টিভিতে কেন প্রকাশ করছেন?
এতদিন আমার পুরনো গান বা ভিডিও হয়তো সবাই ইউটিউবে দেখেছেন। কিন্তু এবারই প্রথমবারের মতো আমি অনলাইনে নতুন মিউজিক ভিডিও রিলিজ করেছি। পপকর্ন লাইভ পুরোপুরি দেশি একটা প্লাটফর্ম। তাই এমন জায়গায় মিউজিক ভিডিওর প্রকাশ আমার জন্য আনন্দের। এটি দেখা যাবে www.popcornlive.tv ঠিকানায়।
নতুন আর কোনো মিউজিক ভিডিওর কাজ করছেন?
আমার তৃতীয় অ্যালবাম থেকে আরও দুটি গানের মিউজিক ভিডিওর কাজ করার পরিকল্পনা আছে। তার মধ্যে থাকছে 'এভাবে না' আর 'স্বার্থপর'। ইচ্ছে আছে ফেব্রুয়ারিতে যে কোনো একটি মিউজিক ভিডিও দর্শকদের হাতে তুলে দেব। অনলাইনের পাশাপাশি সেসব ভিডিও সিডি আকারে প্রকাশের পরিকল্পনাও রয়েছে আমার। 'ভিডিও সিডির প্রতি শ্রোতাদের আগ্রহ কমেছে। তবু আমরা ভাবছি সামনে কয়েকটি ভিডিও নির্মাণ করে তা সিডি আকারে প্রকাশ করব।'
চতুর্থ অ্যালবামের কাজ কতখানি করেছেন?
প্রাথমিক পর্যায়ে চলছে আমাদের কাজ। এরই মধ্যে তিনটি গানের কথা ও সুরের কাজ শেষ করেছি। ইচ্ছা আছে দশটি গান দিয়ে অ্যালবামটি সাজানোর। যেহেতু এটি আমার সলো অ্যালবাম তাই একটু সময় নিয়ে করতে চাচ্ছি।
আপনার প্রায় সব গানের মডেল আপনি নিজেই। এ ছাড়া আপনি একটি ছবিতে অভিনয়ও করেছেন। অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে?
আমি গানের মানুষ গান নিয়েই থাকতে ভালোবাসি। হ্যাঁ, এটা ঠিক যে আমার সব গানের মডেল আমি নিজেই। আমার নতুন দুটি মিউজিক ভিডিওর মডেল আমি নিজেই হচ্ছি। তবে ভালো গল্প ও নির্মাতা থাকলে আমি অভিনয়ও করতে চাই। আলী আফতাব