আইপিএলের দল কিংস ইলেভেন পঞ্চাবে তাঁর অংশীদারিত্ব বিক্রির জল্পনা উড়িয়ে দিলেন প্রীতি জিন্তা। টুইটারে প্রীতি জানিয়েছেন, তিনি কিংস ইলেভেন পঞ্চাবের অংশীদারিত্ব বিক্রি করছেন না এবং আমেরিকায় চিরকালের জন্য যাননি।
অন্য দিকে, নুসলি ওয়াদিয়াকে হুমকি ফোনের ঘটনায় মহারাষ্ট্র সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় সরকার। ওয়াডিয়া পরিবারের অভিযোগ, নেসের বাবা নুসলি ওয়াডিয়াকে ফোনে অন্ধকার জগত থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।
গত সপ্তাহেই নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন প্রীতি জিন্তা। মুম্বাই পুলিশ সূত্রে খবর, বয়ান নথিবদ্ধ করতে দেশে ফিরতে রাজি হয়েছেন প্রীতি।