আমি আর্জেন্টিনার সমর্থক। অনেক দিন আগের একটি বিশ্বকাপে আর্জেন্টিনা ক্যামেরুনের কাছে গোল খেল। তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। এবারও আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করছি। এবার তারা বেশ ভালো খেলা উপহার দিচ্ছে এবং বিজয়ী হবে। মৌও আর্জেন্টিনার সমর্থক। কিন্তু মেয়ে পুষ্পিতা কীভাবে যেন ব্রাজিলের সমর্থক হলো বুঝতে পারলাম না! ফলে ঘরে ব্রাজিল আর আজেন্টিনা নিয়েই বসবাস করছি। খুব একটা ভালোভাবে এবারের খেলাগুলো দেখার সুযোগ হচ্ছে না। তারপরও প্রিয় দলের খেলাগুলো দেখার ইচ্ছা রয়েছে। একটা সময় বন্ধুদের নিয়ে অনেক হৈচৈ করে খেলা দেখা হতো। এবার বেশির ভাগ খেলা ঘরে দেখার ইচ্ছা রয়েছে।