সরকারি অনুদানপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ এর কবিতা অবলম্বনে মাসুদ পথিক এর চলচ্চিত্র 'নেকাব্বরের মহাপ্রয়াণ' অবশেষে মুক্তি পাচ্ছে ২০ জুন। ইতিমধ্যে সিনেমার পোস্টার শোভা পাচ্ছে ঢাকার প্রাণকেন্দ্রসহ দেশের নানান প্রান্তে। ছবিতে সিমলার হাতে হুক্কা দেখে অনেকেই নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছেন। কেউ কেউ ছোটবেলায় দেখা দাদি-নানীর সেই স্মৃতিকে আবারও ভাবনার জগতে ফিরিয়ে আনছেন পোস্টারটি দেখে। প্রাথমিকভাবে ঢাকার বলাকা-২, খুলনার ময়ূরী, নরসিংদীর রাজমনিহার, নেত্রকোণার হীরামন হলে মুক্তি পাচ্ছে। এই হলগুলোর বাইরেও আরও ১২টি হলে একযোগে প্রদর্শিত হবে পরবর্তী সপ্তাহ থেকে। এতে অভিনয় করেছেন, শিমলা, জুয়েল, মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রানি সরকার, তারেক মাহমুদ, রেহানা জলি, জুবায়ের প্রমুখ। এ ছাড়াও নিজ নামে অভিনয় করেছেন প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ আরও ১৫ জন কবি।