বলিউডপাড়ার নতুন খবর- অভিষেক পান্ডের ‘উঠতা পাঞ্জাব’ ছবিতে জুটিবেধে অভিনয় করবেন সাবেক প্রেমিকজুটি প্রিয়াংকা চোপড়া ও শহিদ কাপুর। তবে এ ছবিতে শহিদের আপত্তি না থাকলেও পরিচালককে সোজা না বলে দিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা। শহিদের সঙ্গে অভিনয় করতে রাজি নন প্রিয়াংকা। কিন্তু কেন?
জানা গেছে, প্রাথমিক অবস্থায় প্রিয়াংকাকে নিজের ছবির জন্য ঠিক করলেও এখনও সরাসরি প্রস্তাব দেননি ছবির পরিচালক। অন্যদিকে শহিদের সঙ্গে মোটামুটি পাকা কথা হয়েছে পরিচালকের। আর এখানেই নারাজ মিস চোপড়া। বিষয়টা হালের অভিনেত্রীর প্রেস্টিজ ইস্যু হয়ে দাড়িয়েছে।
এ বিষয়ে অভিষেক বলেন, ছবিতে নায়িকার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। তাই এখনও নায়িকার বিষয়টা ঠিক করতে পারিনি। তবে এ চরিত্রটিতে প্রিয়াংকাকে নেওয়ার কথাটা গুজব ছাড়া আর কিছুই নয়।
অভিষেক যাই বলুক, আগুন ছাড়া কি আর ধোয়া ওঠে। প্রিয়াংকাকে প্রস্তাব দেওয়ার পর সে তা ফিরিয়ে দেওয়ায় হয়তো এমনটাই বলছেন পরিচালক। সূত্র : বলিউড লাইফ।