দীর্ঘ বিরতির পর 'জাজবা' ছবির মাধ্যমে বলিউডে ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। পরিবারের সদস্যদের সঙ্গে ছুটি কাটানোর জন্য সম্প্রতি লন্ডন যান অ্যাশ। সেখানে একটি দাতব্য সংস্থার তহবিল গঠনের জন্য আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেন তিনি। অনুষ্ঠানে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে তার সাক্ষাতের সুযোগ হয়। ঐশ্বরিয়া রাই বচ্চনকে লন্ডনে তার পরবর্তী ছবির শুটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী তার বাসভবনেও ঐশ্বরিয়া এবং তার পরিবারকে আমন্ত্রণ জানিয়েছেন। বর্তমানে ঐশ্বরিয়া পুরো পরিবার নিয়ে লন্ডনে আছেন।