বলিউডের গণ্ডি পেরিয়ে এবার হলিউডের পথে পাড়ি জমাচ্ছেন অভিনেত্রী সানা খান। আর এর ঠিক পড়েই সালমানের 'জয় হো' ছবিতে দেখা গিয়েছিল তাকে। এরপর থেকেই সিলভার স্ক্রিন আর ছোট পর্দা থেকে একেবারে উবে গেলেন তিনি। শোনা যাচ্ছে তিনি নাকি হলিউডের ডাক পেয়েছেন। জানা গেছে, হলিউডের এক ডেইলি সোপ নির্দেশক তাকে কাজের অফার দিয়েছেন, আর তাতে নাকি রাজিও হয়েছেন সানা। এই সিরিয়ালে সানা রানীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। হায়দ্রাবাদের শাহী রাজপাঠই এই ধারাবাহিকের অঙ্গ। আইটেম সংয়ে নাচানাচির পর এবার রানীর চরিত্রের জন্য নিজেকে তৈরি করছেন সানা। এমনও শোনা যাচ্ছে, জিমেই নাকি বেশি সময় কাটাচ্ছেন তিনি।