আমি ব্রাজিলের ভক্ত। হারলেও ব্রাজিল জিতলেও ব্রাজিল। আমি আজীবনই ব্রাজিল ফুটবল দলের সমর্থক। ফুটবলের প্রতি ভালোবাসা থেকে সম্প্রতি একটি গান তৈরি করেছি। তা অনেকেই জানেন। সাজ্জাদ হুসাইনের লেখা এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহি বি চৌধুরী। শীঘ্রই প্রচার শুরু হবে। বিশ্বকাপ জয়ে ব্রাজিলের কতটুকু সম্ভাবনা আছে এমন একটি প্রশ্নে তিনি বলেন, বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে কী নেই তা এখনই বলা যাচ্ছে না। যদিও ব্রাজিলের খেলায় ক্রোয়েশিয়ার বিপক্ষে পারফরম্যান্স ছিল হতাশাজনক; তবে পরবর্তী খেলাগুলোয় ব্রাজিল জ্বলে উঠবে এমনটাই আশা করছি। আর সে আশা পূরণ করতে ব্রাজিল দলকে পারফরম্যান্সে উজ্জ্বল হয়ে উঠতে হবে।