অনেক দিন ধরে অডিওতে আপনার গান নেই কেন?
অডিও বাজার নিয়ে আর নতুন কিছু বলার নেই। যেসব অডিও প্রতিষ্ঠান আমাদের অ্যালবাম প্রকাশ করত, আজ তার প্রায় সবই বন্ধের পথে। শুধু অডিও প্রতিষ্ঠানের দোষ দিলে তো হবে না, পাইরেসির কারণে আজ এসব প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। একটি অডিও প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া মানে তার সঙ্গে যুক্ত অনেক মানুষের ক্ষতি হয়ে যাওয়া।
নতুন কোনো অ্যালবামের কাজ করছেন?
একটি নতুন অ্যালবামের জন্য কথা চলছে। আমার ইচ্ছা আছে নতুন প্রজন্মের কিছু শিল্পীর সঙ্গে একটি অ্যালবাম করব। এরই মধ্যে কিছু কাজ শুরু করে দিয়েছি।
টিভি ও স্টেজ শোগুলোর কী খবর?
কিছু দিন আগে বাহরাইনে একটি শো করে এলাম। আগামী ১৯ জুন কাতারে যাচ্ছি। ২২ তারিখে দোহারে একটি শো করব। ঈদের পর আরও বেশ কিছু দেশের বাইরে শো আছে।
ঈদে কোনো অনুষ্ঠান করছেন?
ঈদে বিভিন্ন টেলিভিশনে কয়েকটি গানের অনুষ্ঠান করার ইচ্ছা আছে। এ ছাড়া মাইটিভিতে আমাদের সমসাময়িক তারকাদের নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করার কথা আছে। অনুষ্ঠানটি অনেক ভালো হবে বলে আমি আশা করছি।
বর্তমানে নতুনরা কেমন গান করছে বলে আপনি মনে করেন?
আমি সবার গান শুনি। আমার মনে হয় নতুনদের মধ্যে অনেকেই ভালো গান করছে। আর নতুনদের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে। নতুনদের মধ্যে কণা, নির্ঝর আমার কলেজের ছাত্রী। তারা বর্তমানে ভালো করছে। কিন্তু নতুনদের মধ্যে বেশ কিছু শিল্পী এখন সফটওয়্যার নির্ভর হয়ে পড়েছে। আগের দিনের গানগুলোর কথা গভীরতা এত বেশি ছিল যে মনে গেথে যায়। কিন্তু আমি বিশ্বাস করি তারাই আমাদের সংগীতাঙ্গনের হাল ধরবে।
কিন্তু তাদের মধ্যে অনেকে নিজেদের জায়গা ধরে রাখতে পারছে না?
এটা অনেক কারণেই হতে পারে। গানটা হচ্ছে গুরুমুখী শিক্ষা। আর গানটা যদি চর্চার মধ্যে না থাকে তবে কী করে হবে। আমি মনে করি বর্তমান সময়ে নতুনরা যে পরিমাণে সাহায্য-সহযোগিতা বড়দের কাছ থেকে পায়, আমাদের সময় আমরা তা পেতাম না। তাই মাঝে মাঝে নিজেকে আনলাকি জেনারেশন মনে হয়। আলী আফতাব