কথায় আছে, গাধা নাকি ঘোলা করে জল খায়- ঠিক সেই ঘটনাই ঘটতে যাচ্ছে হালের অন্যতম আলোচিত ও বিতর্কিত সঙ্গীতশিল্পী আরফিন রুমির সঙ্গে। এই মুহূর্তে আদালতে অবস্থান করছেন তিনি ও তার প্রথম স্ত্রী অনন্যা। দুই পক্ষের উকিলের মাধ্যমে সমঝোতার চেষ্টা চলছে।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে দুই পক্ষের শুনানি শেষে শেষবারের মতো সমঝোতার সুযোগ দেন আদালত। জানানো হয়, কোর্ট চলাকালীন সময়ের মধ্যে দুই পক্ষের সমঝোতা না হলে বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতেই চলবে। এর পরপরই নড়েচড়ে ওঠেন রুমির সঙ্গে আদালতে আসা বন্ধু ও স্বজনরা। রুমি এখন সমঝোতার দিকে পা বাড়ান নাকি ইউ টার্ন নেন সেটাই দেখার অপেক্ষা।