বলিউডের হট নায়িকা সানি লিওন এবার অভিনেতা রাম কাপুরের সঙ্গে রোমান্স করবেন। তাদের নতুন ফিল্মের নাম 'পাটেল রেপ'। রাম কাপুর নাকি সানির সঙ্গে স্ক্রিন শেয়ার করা নিয়ে ভীষণ এক্সাইটেড। ইতিমধ্যেই ট্যুইটে ছবিও পোস্ট করেছেন রাম।
ছবির নীচে লিখেছেন, 'এটা আমার পরের ফিল্মের ছবি যেখানে আমার কো স্টার সানি লিওন। আমি ওর সঙ্গে কাজ করার জন্য ভীষণ উৎসাহিত।' এক সাক্ষাৎকারে রাম জানিয়েছেন এই ছবিতে তিনি কুয়ালালামপুরের এক ধনী ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন। এই ছবিতে সানি একজন স্টার। ছবি পুরোদস্তুর কমেডি সেকারণেই এখানে এমন জুটি বাছা হয়েছে।
এই ছবির জন্য রাম কাপুর নাকি এবার গুজরাটি ভাষাও শিখবেন। ফিল্মের শ্যুটিং হতে চলেছে মালয়েশিয়াতে। খুব সম্ভবত এবছরের সেপ্টেম্বরেই এই ছবি মুক্তি পাবে।