ঢাকা মাতালো চলতি সপ্তাহে স্টার সিনেপ্লেক্স মুক্তি পাওয়া এক্স-মেন সিরিজের নতুন ছবি 'এক্স-মেন : ডেজ অব ফিউচার পাস্ট'। গত ২৩ মে বিশ্বব্যাপী মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলা এ ছবি এরই মধ্যে ঘরে তুলেছে ৫২০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। প্যাট্রিক স্টুয়ার্ট, ইয়ান ম্যাকেলেন, জেমস ম্যাকেভয়, হিউ জ্যাকম্যান, হ্যালি বেরি, জেনিফার লরেন্স, এলেন পেজের মতো তারকাসমৃদ্ধ এ ছবির পরিচালক ব্রায়ান সিঙ্গার। এর আগে এই সিরিজের 'এক্স-মেন' ও 'এক্স-মেন ২' ছবি দুটি পরিচালনা করেছিলেন তিনি। এবারের ছবিটি মূলত 'এক্স-মেন : দ্য লাস্ট স্ট্যান্ড'।