বেশ কিছুদিন ধরেই অসুস্থ অভিনেতা ফারুক। গত বছরের সেপ্টেম্বর মাসে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতাল এবং পরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। সেখানে এক মাসেরও বেশি সময় তার চিকিৎসা চলে। কিছুটা সুস্থ হলে নভেম্বরে তাকে দেশে আনা হয়।
কিছুদিন হলো আবারও অসুস্থ হয়ে পড়েছেন ফারুক। তাই এই মাসের শেষ সপ্তাহে চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। অতিরিক্ত গরম পড়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।