প্রেমে পড়লে তো এমনটাই হওয়ার কথা! স্বাভাবিক!
আইপিএল খেলতে দুবাই রওনা হওয়ার আগে যোধপুরে অনুষ্কা শর্মার শুটিংয়ে ফের হাজির হয়েছিলেন আইপিএলে আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। বলিউডে গুঞ্জন, একে অপরকে ছেড়ে থাকতেই পারছেন না কোহলি ও অনুষ্কা। তাই কোহলি কখনো উড়ে যাচ্ছেন শ্রীলঙ্কায়, কখনো বা অনুষ্কা যাচ্ছেন অকল্যান্ডে।
এ বার রাজস্থানের যোধপুরের অখ্যাত গ্রাম খেজরালায় অনুষ্কার নতুন ছবি 'এনএইচ-টেন'-এর শুটিং দেখতে হাজির তিনি। গত বুধবার যোধপুর বিমানবন্দরে দেখা গিয়েছে তাকে। কিছুক্ষণ হোটেলে কাটানোর পরে শুটিং লোকেশন খেজরালার দিকে রওনা হয়ে যান ভারতের এ সহ-অধিনায়ক। আর গত মঙ্গলবার যোধপুরে পৌঁছান অনুষ্কা্। ছবিটির শুটিং শুরু হয়েছে বুধবার থেকে।