মা মুনমুন সেনের পক্ষে ভোট চাইতে মাঠে নামছেন রিয়া সেন ও রাইমা সেন। লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে লড়ছেন মুনমুন। তার নির্বাচনী আসন বাঁকুড়া। সিপিএমের হেভিওয়েট প্রার্থী বাসুদেব আচার্য্যকে ঘায়েল করতে মুনমুনকে যে কঠিন পথ পাড়ি দিতে হবে, তা তার দুই মেয়ে ভালোই বুঝতে পেরেছেন। আর এ কারণে রিয়া ও রাইমা পহেলা বৈশাখের আগেই তাদের বালিগঞ্জের বাড়িতে চলে আসবেন। সেখান থেকেই মায়ের পক্ষে প্রচারণা চালাবেন। বিষয়টি নিয়ে ভীষণ চনমনে দুই বোন। রাইমা সেন বললেন, আমি খানিকটা নার্ভাস, আবার একই সঙ্গে বেশ ভালোও লাগছে। এ ধরনের কাজে আগে নামিনি।'