সেরা নাচিয়ে
সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে গ্রান্ড ফিনালের পথে দেশসেরা নৃত্যশিল্পী অন্বেষণ অনুুষ্ঠান 'চ্যানেল আই সেরা নাচিয়ে'। শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে গ্রান্ড ফিনালের রেসে টিকে আছেন- মিমু, ইভান, প্রিয়াংকা, নাইম, প্রজ্ঞা, সিজা, ইভানা, সাহেদ, প্রিতম, রোজা, মিতিল এবং এ্যাথিনা। আজ রাত ৮টায় প্রচার হবে 'চ্যানেল আই সেরা নাচিয়ে'র একটি বিশেষ পর্ব। এই পর্বে অতিথি হিসেবে সস্ত্রীক উপস্থিত হয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রতিযোগীদের উৎসাহ জুগিয়েছেন। প্রতিযোগিতাটির এখন চলছে সেমিফাইনাল রাউন্ড।
সরাসরি ঝিলিক
শ্রোতাপ্রিয় শিল্পী ঝিলিক। এ শিল্পী এবার গাইতে আসছেন আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনসার্ট 'ওয়ালটন মিউজিক স্টেশন'-এ। তিনি শ্রোতাদের পছন্দসহ নিজের পছন্দেরও গান করবেন ওয়ালটন মিউজিক স্টেশনে। এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে তিনি ওয়ালটন স্টুডিও কনসার্ট প্রচার হবে আজ রাত ১২টা ৫ মিনিটে আরটিভিতে। উপস্থাপনা করেছেন মডেল, উপস্থাপিকা রিন্তি ।
ভালোবাসার কাছে ফেরা
দাম্পত্য জীবনে ভালোবাসার অহেতুক লড়াই, দ্বন্দ্ব, কারও প্রতি প্রেমের অদ্ভুত আসক্তি, পরকীয়ার রঙিন মোহ এবং অবশেষে ভুলকে ফুল করে প্রিয় ঘরে প্রিয় মানুষের কাছে ফিরে আসার টেলিফিল্ম 'ভালোবাসার কাছে ফেরা'। রুদ্র মাহফুজের রচনা ও বি ইউ শুভর পরিচালনায় টেলিফিল্মটি আজ রাত ১১টায় প্রচার হবে। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা, আরফান নিশো, শখ, রাশেদ শুভ প্রমুখ। সরাসরি ঝিলিক
শ্রোতাপ্রিয় শিল্পী ঝিলিক। এ শিল্পী এবার গাইতে আসছেন আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনসার্ট 'ওয়ালটন মিউজিক স্টেশন'-এ। তিনি শ্রোতাদের পছন্দসহ নিজের পছন্দেরও গান করবেন ওয়ালটন মিউজিক স্টেশনে। এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে তিনি ওয়ালটন স্টুডিও কনসার্ট প্রচার হবে আজ রাত ১২টা ৫ মিনিটে আরটিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল, উপস্থাপিকা রিন্তি ও প্রযোজনা করেছেন সফিক পাহাড়ী।
লাইভ অবসকিউর
এসএ টিভিতে প্রচারিত হচ্ছে 'ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও' নামের গানের অনুষ্ঠান। প্রতি শুক্রবার রাত ১১টায় প্রচারিত হচ্ছে এই মিউজিক্যাল প্রোগ্রামটি। প্রতি আয়োজনে অংশগ্রহণ করছে দেশের সংগীত জগতের জনপ্রিয় ব্যান্ড দলগুলো। সরাসরি এই অনুষ্ঠানে দর্শকের ফোন কলের পাশাপাশি আরও থাকছে ভিডিও কল করার সুযোগ। গত ৪ এপ্রিল গান পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড 'নাগরিক'। আজ গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড 'অবসকিউর'।