মুহাম্মদ মোস্তফা কামাল রাজের আপকামিং চলচ্চিত্র 'তারকাঁটা'র অডিও গান প্রকাশ হয়েছে। বুধবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেঙ্ েজমকালো আয়োজনে অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করেন পরিচালক রাজ, এফডিসির এমডি পীযূষ বন্দ্যোপাধ্যায়, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, সংগীত পরিচালক আরফিন রুমি, অভিনেত্রী মৌসুমী, বিদ্যা সিনহা মিম, অভিনেতা আরিফিন শুভ, চিত্রনির্মাতা শাহিন কবির টুটুলসহ এই চলচ্চিত্রের অন্য অভিনয় ও সংগীতশিল্পীরা। শীর্ষ নায়ক শাকিব খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে চলচ্চিত্রের ট্রেইলর ও গান প্রদর্শন করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের কাছে তা প্রশংসা কুড়ায়। চলচ্চিত্রের ১২টি গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, বেবি নাজনীন, কণা, লিজা, পারভেজ, পূজা, খেয়া, নওমী ও ভারতের মমতা শর্মা, পালাক মুচাল এবং সুনিধি চৌহান। গানের কথা লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, জাহিদ আকবর, জনি হক, মাহমুদ মানজুর ও আরফিন রুমি। অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। পিং পং এন্টারটেইনমেন্ট পরিবেশিত 'তারকাঁটা' চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক।