দেশের চলমান পরিস্থিতি, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন তারা। এরা দেশের জাতীয় দৈনিকের সম্পাদকবৃন্দ। তবে এবারই প্রথম দেশের প্রধান চার জাতীয় দৈনিকের সম্পাদক কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। সঙ্গে রয়েছেন এই চার সম্পাদকের স্ত্রীরাও। ফলে আজকের অনন্যার এবারের পর্ব সাজানো হয়েছে অনেকটা ব্যতিক্রমীভাবে। এই চার সম্পাদক এবং তাদের স্ত্রীরা হলেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং তার স্ত্রী মাহবুবা চৌধুরী। দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টি। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। নিউজ টুডে'র সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ ও তার স্ত্রী হাসনা রিয়াজ। অনুষ্ঠানে এই চার সম্পাদক দম্পতি নিজেদের তারুণ্যে ফিরে যান। নিজেদের মেলে ধরেছেন আপন আলোয়। তানিয়া আহমেদের উপস্থাপনায় ও উষ্ণীষ চক্রবর্তীর প্রযোজনায় অনুষ্ঠানটি আজ রাত ৮টা ৪৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।