টলিপাড়ার নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায় সব সময়ই থাকেন বির্তকের কেন্দ্রে। পরিচালক মৈনাক ভৌমিকের 'টেক ওয়ান' ছবিতে অভিনয়ের পর তাকে নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। তবে কি স্বস্তিকা বিতর্ক ভালবাসেন? নাকি বির্তক স্বস্তিকাকে ভালবাসে।
এসব বিতর্ক বা সমালোচনা আর কেয়ার করেন না স্বস্তিকা। অভিনয়ের জন্য সব কিছুই করতে রাজি আছেন তিনি। তাইতো সোজাসাপাটা জানিয়ে দিলেন, 'আমি সোজসাপটা বলছি আমি যা করেছি, যা করব, বেশ করব! অভিনয়ের জন্য আমি সব কিছু করতে রাজি।'
পাশাপাশি স্বস্তিকা এও বললেন, 'আমার সোজাসাপটা থাকাটাই মনে হয় কেউ সহ্য করতে পারে না। কিন্তু আমার তো এরকমই থাকতে ভালো লাগে! আমার ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশিই উৎসাহী সবাই।'
পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি 'টেক ওয়ান' -এর প্রধান চরিত্রে স্বস্তিকা। এক নায়িকার এমএমএস ক্লিপ ও তার পরবর্তী নায়িকার জীবন নিয়েই তৈরি হয়েছে মৈনাকের এই ছবি। আবার ছবির গল্প অনেকটাই নাকি স্বস্তিকার জীবনী থেকে অনুপ্রাণিত। এ ব্যাপারে এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, আমার মনে হয়, মৈনাক এই ছবির অনুপ্রেরণা অনেক কিছু থেকেই পেয়েছে। কিউ-য়ের 'গাণ্ডু', পাওলির 'ছত্রাক', 'কসমিক সেক্স'। ৷তবে হ্যাঁ, যেহেতু ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে আমার ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশিই উৎসাহী সবাই। আমাকে নিয়ে নানা বির্তক। সেটাও একটা অনুপ্রেরণার জায়গা হতে পারে। তবে পুরোটা নয়।
টেক ওয়ানের এমএমএস দৃশ্যের শুটের গল্প প্রকাশ পাওয়ার পর আবারও আলোচনায় স্বস্তিকা। এই সমালোচনার ঝড়েও কিছু যায়-আসে না তার। তেমনটাই শোনা গেল তার কণ্ঠে। বললেন, টে'ক ওয়ানের ওই এমএমএস দৃশ্যের শ্যুটের গল্প প্রকাশ পাওয়ার পর হঠাৎই সমাজের চোখে আমি আবার ভিলেন। লোকে ভুলেই গেছে যে ওটা একটা ছবির শ্যুটিংয়ের জন্য শ্যুট করেছি। ওখানে আমি নই, রয়েছে 'টেক ওয়ান' -এর নায়িকা দোয়েল মিত্র। কিন্তু কাকে কি বোঝাব, সবাই এমন ভান করছে যেন স্বস্তিকার এমএমএস ক্লিপই প্রকাশ পেয়েছে। তবে এতে কিছু যায় আসে না আমার। আমার অভ্যাস হয়ে গেছে।
ব্যক্তিগত জীবন সম্পর্কে ওই সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই। বহু মানুষকেই বলতে শুনেছি। স্বস্তিকার বর স্বস্তিকাকে দেখে না, একা একা মেয়ে নিয়ে থাকে। আরও কত কি। তবে এসব শুনে এখন আর রাগ হয় না। আমি কেয়ার করি না। আমি সোজসাপটা বলছি আমি যা করেছি, যা করব, বেশ করব! অভিনয়ের জন্য আমি সব কিছু করতে রাজি!'
'টেক ওয়ান' ছবিতে অভিনয় প্রসঙ্গে স্বস্তিকা আরও বলেন, 'আমি কখনই অতটা ক্যালকুলেট নই। এক্সপেরিমেন্ট করব বলেই ছবি বাছাই করি না। চিত্রনাট্য ভালো হলে লুফে নি। সেক্ষেত্রে বেশি ভাবি না। 'টেক ওয়ান'-এর ক্ষেত্রেও তাই। মৈনাকের কাছ থেকে চিত্রনাট্য শোনার পরেই বললাম, কবে থেকে শ্যুটিং শুরু। আমি এরকমই।'