গত বছর এক পার্টিতে ডিজে হয়েছিলেন শাহিদ কাপুর। সেই শুরু। এবার ডিজের ভূত ভালভাবেই চেপে বসেছে আর রাজকুমারের 'পিচ্চি' হিরোর ঘাড়ে। ফিল্ম ‘হায়দার’-এর শ্যুটিং থেকে ফুরসৎ পেলেই শাহিদ চলে যাচ্ছেন নিজের লিভিং রুমে। বসে যাচ্ছেন ডিজে যন্ত্রপাতি নিয়ে। এবার নাকি পর্দার পেছনে ডিস্কে গান বাজাতে চান শাহিদ। শুধু তাই নয় প্রফেশনালি নাকি এই পেশায় কাজ করতে চান তিনি৷
অভিনয় আর নাচ দিয়েই নিজের পরিচিতি তৈরি করেছিলেন শাহিদ কাপুর৷ কিন্তু সেখানেই সন্তুষ্ট নন তিনি। তাকে এখন বন্ধুদের বিভিন্ন পার্টিতেও ডিজে হিসেবে দেখা যাচ্ছে।
এখানেই শেষ নয় নতুন এই শখে ডিজের গোটা কন্সোলই কিনে ফেলেছেন তিনি৷ আর লিভিং রুমেই ঠাঁই হয়েছে তার৷ রোজই চলে নতুন প্রয়াস, নতুন নতুন মিক্সিং৷ তাই যখনই সুপ্তবাসনা জেগে ওঠে শাহিদ মশাই গোটা দুনিয়া থেকে দূরে নিজের বাড়ির লিভিং রুমেই আশ্রয় নেন।