'কুইন' ও 'চিলার পার্টি' নামে দুটি ছবির পরিচালনা করেছেন পরিচালক বিকাশ ভেল। তার পরবর্তী ছবি 'সান্দার'। এই ছবিতে দেখা যাবে শাহেদ কাপুর ও আলিয়া ভাটকে।
বিকাশ ভেল বলেন, 'আমরা ছবির জন্যে শাহেদকে চুড়ান্ত করেছি এবং তার বিপরীতে আলিয়াকে নিয়ে কাজ করতে চাই। নায়িকার ব্যাপারটা অবশ্য আমরা এখনও চুড়ান্ত করিনি। কারণ এখনও ছবির গল্পের কাজ শেষ হয়নি।'
এ প্রসঙ্গে আলিয়া বলেন, 'আমি এখনই এ বিষয়ে কিছু বলতেও চাইনা আর অস্বীকারও করতে চাইনা। আমার সাথে পরিচালকের কথা চলছে। এটা যখন চুড়ান্ত হবে তখন সবাই জানতে পারবে।'