হলিউডের তারকাযুগল জনি ডেপ ও অ্যাম্বার হার্ড বাগদান সেরেছেন গত জানুয়ারি মাসে। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে ডেপের অনামিকায় মেয়েদের আংটি দেখে বিস্ময় প্রকাশ করেন অনুষ্ঠান সঞ্চালক ডেভিড লেটারম্যান। এ বিষয়ে জানতে চাইলে ডেপ বলেন, 'হ্যাঁ, অ্যাম্বারের বাগদানের আংটি পরেছি আমি। কারণ, তার আঙুলের তুলনায় আংটিটি বেশ বড়। এখন আমার দেওয়া আরেকটি বাগদানের আংটি পরছে সে।' এ ছাড়া ২৭ বছর বয়সী অ্যাম্বারের অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে ভিত্তিহীন গুজব বলেই উড়িয়ে দিয়েছেন ৫০ বছর বয়সী ডেপ। বাগদানের দুই মাস পর গত ১৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বাগদান উদযাপন করেন ডেপ ও অ্যাম্বার।