বলিউড অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করতে চান অভিনেত্রী আলিয়া ভাট। রণবীরকে খুবই পছন্দ করেন আলিয়া। অনেক দিন ধরেই তাকে বিয়ে করার স্বপ্ন দেখছেন তিনি। খবর জি মিডিয়া ব্যুরোর। সম্প্রতি টিভি শো 'কফি উইথ কারান'-এ উপস্থিত হয়ে নিজের 'মনের কথা' জানান এই অভিনেত্রী। রণবীরের সঙ্গে প্রথম কথোপকথনের স্মৃতিচারণ করতে গিয়ে আলিয়া জানান, প্রথম কথা হয়েছিল কারানের মাধ্যমেই। রণবীরের সিনেমা 'রকস্টার' মুক্তির পর তার অভিনয়ের প্রশংসা করতে গিয়ে রণবীরকে ফোন করেছিলেন কারান, আর তখনই আলিয়ার সঙ্গে রণবীরের কথা বলিয়ে দেন তিনি। আলিয়া বলেন, 'আমার এখনো মনে আছে সেই দিনটির কথা। উত্তেজিত হই আমি তাকে বিয়ে করার জন্য।